টাঙ্গাইলের সখীপুরে গতকাল শুক্রবার পল্লিচিকিৎসক কিশোর কুমারকে (৩০) মারধর করে তাঁর ওষুধের দোকান ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। ময়মনসিংহের ত্রিশালে পুড়িয়ে দেওয়া হয়েছে দুটি হিন্দু বাড়ির খড়ের গাদা। সখীপুরে আহত চিকিৎসক কিশোর কুমারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে কিশোর কুমার জানান, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা ও দোকানে ভাঙচুর চালায়। তারা দোকানের ক্যাশ থেকে লক্ষাধিক টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। যাওয়ার সময় সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলে, ‘মামলা করলে তোকে মেরে...

